জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ‘এনএসসি সিস্টেমে’ অনুপ্রবেশ করে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের এক আদেশে এনএসসি সিস্টেমের নিরাপত্তা জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন, পরিকল্পনা ও টিডিএম) হাসানুল মতিনকে। সদস্য হিসেবে রয়েছেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক রওশন আরা বেগম, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল আবেদীন, যুগ্মসচিব মোহাম্মদ রাশেদুল আমীন, বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক, সিআইডির একজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের একজন যুগ্মসচিব।

বাংলাদেশ ব্যাংক, সিআইডি ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে প্রতিনিধি মনোনীত হলে কমিটি কাজ শুরু করবে বলে মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।

এদিকে অর্থ খোয়ানোর ঘটনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বাংলাদেশ ব্যাংক। পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও চলছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের পাসওয়ার্ড ব্যবহার করে সম্প্রতি একটি সঞ্চয়পত্র ভাঙানো হয়। পরে সেই টাকা বেসরকারি এক ব্যাংকের শাখায় স্থানান্তর করা হয় এবং একই ব্যাংকের অন্য শাখা থেকে তা তুলে নেওয়া হয়।

মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘জালিয়াত চক্র আরও কয়েকটি লেনদেনের চেষ্টা করার সময় ঘটনাটি ধরা পড়ে। গত ২৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক গোপীনাথ চক্রবর্তী এ বিষয়ে একটি জিডি করেছেন।’

তিনি জানান, জিডিতে উল্লেখ করা হয়—কিছু গ্রাহকের ব্যাংক হিসাবের তথ্য স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকা এই সঞ্চয়পত্র সার্ভারটি পরিচালনা করে জাতীয় সঞ্চয় অধিদপ্তর, যারা গ্রাহকের সব তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা করে থাকে।