বারবার চোটে ক্যারিয়ারের বড় অংশ হারিয়েছেন নেইমার। তারপরও আগামী বিশ্বকাপে দেশকে উঁচুতে তোলার স্বপ্ন দেখেন তিনি। তবে নতুন চোটে সেই লক্ষ্য আবারও বড় শঙ্কার মুখে পড়েছে।

হ্যামস্ট্রিংয়ের চোটে গত সপ্তাহ থেকে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেরে ওঠার প্রক্রিয়ায় ফের আঘাত পেয়েছেন তিনি। সান্তোসের সভাপতি জানিয়েছেন, নভেম্বরের আগে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা নেই।

ক্যারিয়ারে একের পর এক মারাত্মক চোট পেয়েছেন নেইমার। বিশেষ করে ২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যাওয়ার পর থেকেই শুরু হয় তার দুঃসময়। ফরাসি ক্লাবে শিরোপা জিতলেও, মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বারবার চোটে ছিটকে পড়েন তিনি।

২০২৩ সালে যোগ দেন সৌদি ক্লাব আল হিলালে। কিন্তু চোটের কারণে সেখানেও প্রায় পুরো মৌসুম মাঠের বাইরে কাটান। পরে পারস্পরিক সমঝোতায় ক্লাব ছাড়েন তিনি। এ বছরের শুরুতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি। বারবার চোটে লড়াই করে মাঠে ফিরলেও ছন্দ খুঁজে পাচ্ছেন না তিনি।

আন্তর্জাতিক ফুটবলে নেইমারের সর্বশেষ ম্যাচ ২০২৩ সালের অক্টোবরে। চলতি জুনে দায়িত্ব নেওয়া কোচ কার্লো আনচেলত্তি শর্ত দেন, জাতীয় দলে খেলতে হলে থাকতে হবে ‘ভালো শারীরিক অবস্থায়’। ওই শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের দলে জায়গা পাননি তিনি।

গণমাধ্যম জানায়, চলতি মৌসুমের শেষ দিকে মাঠে ফেরার আশা করছেন নেইমার। তবে নতুন সমস্যা দেখা দিলে সেই সময়সীমাও পিছিয়ে যেতে পারে।

আগামী বছরের জুন-জুলাইয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ। তার আগে চোট সামলে নেইমার ফিট হতে পারবেন কি না, তা নিয়েই এখন পুরো ব্রাজিলে অপেক্ষার প্রহর।