সাদাপাথরে পর্যটক বাড়লেও ঝুঁকি রয়ে গেছে ভাঙা–কাটা পাথরে

সাদাপাথরে পর্যটক বাড়লেও ঝুঁকি রয়ে গেছে ভাঙা–কাটা পাথরে

সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথরে’ আবারও পর্যটকের ভিড় বেড়েছে। তবে পর্যটকদের জন্য ঝুঁকি তৈরি করছে ভাঙা ও কাটা পাথর।ঢাকার মেহেদী হাসান কয়েক বছর পর আবার সাদাপাথরে ঘুরতে গিয়ে হতাশ হয়েছেন। তিনি বলেন, ‘তিন বছর আগে এসেছিলাম সাদাপাথরে। এখন সৌন্দর্যটা আর নেই। চারপাশে ভাঙা আর কাটা পাথর। হাঁটার সময় অসাবধান হলে দুর্ঘটনা ঘটতে পারে। আমার মনে হয় এগুলো সরানো দরকার।’অন্যদিকে প্রথমবার ঘুরতে আসা ময়মনসিংহের পর্যটক তমাল শেখের অভিজ্ঞতা ছিল ভিন্ন। তিনি বলেন, ‘অনেক সুন্দর জায়গা, গোলস করেছি পানিতে। আবার আসতে চাই।’সরকার পরিবর্তনের পর গত ৫ আগস্ট ‘সাদাপাথরে’ ব্যাপক লুটপাট হয়। পরে প্রশাসনের অভিযানে উদ্ধার করা বিপুল পরিমাণ পাথর ধলাই নদীতে প্রতিস্থাপন করা হয়। এতে পর্যটক কিছুটা বাড়লেও ‘ভাঙা-কাটা’ পাথর এখনো ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন স্থানীয়রা।ভাঙা পাথরে ঝুঁকিনৌকাঘাট থেকে মূল স্পটে যেতে বালুচর আর পাথরের ওপর দিয়ে সতর্ক হয়ে হাঁটতে হয় পর্যটকদের। পানি কমে যাওয়ায় ভেসে উঠেছে ভাঙা পাথর। ফটোগ্রাফার আনোয়ার হোসেন সুমন বলেন, ‘ভাঙা পাথরগুলো পর্যটকদের জন্য খুব ঝুঁকিপূর্ণ। ...

  • ০৩ অক্টোবর ২০২৫