জাতীয় ঐকমত্য কমিশনের ‘৮৩ কোটি টাকা ব্যয়’ দাবি মিথ্যা ও অপপ্রচার: অন্তর্বর্তী সরকার

জাতীয় ঐকমত্য কমিশনের ‘৮৩ কোটি টাকা ব্যয়’ দাবি মিথ্যা ও অপপ্রচার: অন্তর্বর্তী সরকার

জাতীয় ঐকমত্য কমিশনের আপ্যায়ন বাবদ ৮৩ কোটি টাকা ব্যয়ের যে তথ্য বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে, তা ‘সর্বৈব মিথ্যা ও পরিকল্পিত অপপ্রচার’ হিসেবে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার।বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘‘সম্প্রতি একটি মহলের অপপ্রচারে দাবি করা হচ্ছে যে, জাতীয় ঐকমত্য কমিশন আপ্যায়ন বাবদ ৮৩ কোটি টাকা ব্যয় করেছে। এ ধরনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যাচার এবং পরিকল্পিত প্রপাগান্ডা।’’বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘‘অপপ্রচারকারীরা কমিশনের কোনো ভাষ্য সংগ্রহ করেননি এবং তথ্যের যথার্থতা যাচাইয়ে কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেননি।’’কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কার্যক্রম শুরু হওয়ার পর ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় ঐকমত্য কমিশনের মোট বাজেট ছিল ৭ কোটি ২৩ লাখ ৩১ হাজার ২৬ টাকা। এর বিপরীতে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ১২৬ টাকা, যা বরাদ্দের মাত্র ২৩.৪৬ শতাংশ।কমিশনের মোট বরাদ্দের মধ্যে আপ্যায়ন খাতে ছিল ৬৩ লাখ টাকা, যার মধ্যে ব্যয় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ৬৮৫ টাকা। ...

  • ০৭ নভেম্বর ২০২৫