বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘যে কোনো সময়’ দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার বনানীর একটি হোটেলে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারেক রহমানের ফেরার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আমীর খসরু বলেন, ‘তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। সব ব্যবস্থা করা হচ্ছে। তিনি যে কোনো মুহূর্তে ফিরতে পারেন।’
তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দেবেন তারেক রহমান।
‘যাঁরা গুজব ছড়াচ্ছেন যে তিনি ফিরবেন না, তাঁরা গুজবই ছড়াতে থাকবেন,’ মন্তব্য করেন আমীর খসরু।
পূর্বের পোস্ট :