হংকংয়ের একাধিক উঁচু আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন বলে শহরের ফায়ার সার্ভিস বিবিসিকে জানিয়েছে।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন, আরেকজন আহতকে হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রাখা হয়েছে।
বুধবার সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর আগুন দ্রুত ভবনগুলোর বাইরের বাঁশের মাচা বেয়ে উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, পুরো ভবনের গা বেয়ে আগুন লেলিহান শিখায় ছুটে চলছে, আর আকাশজুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে।
স্থানীয় গণমাধ্যমে প্রথমদিকে জানানো হয়, কয়েকজন বাসিন্দা ভেতরে আটকা পড়ে থাকতে পারেন। তবে উদ্ধারকাজ চলমান থাকায় কেউ এখনও ভেতরে রয়েছেন কি না—তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। দমকলকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন আংশিক নিয়ন্ত্রণে আনেন।
এখনও অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ করা যায়নি।
ঘটনাটি ঘনবসতিপূর্ণ নগর পরিবেশে ভবন নিরাপত্তা, সংস্কারাধীন অ্যাপার্টমেন্টে মাচা ব্যবহারের ঝুঁকি এবং জরুরি সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরোনো ভবনগুলোর কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার আরও কঠোর পর্যালোচনা জরুরি।
উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে পরে আরও তথ্য জানানো হবে।
পূর্বের পোস্ট :