বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান আজ ৪৫ বছরে পা দিলেন। ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই নায়িকার ক্যারিয়ার সাহসী পদক্ষেপ, অভিনয় দক্ষতা ও ধারাবাহিক সাফল্যে পরিপূর্ণ।

২০০০ সালে জেপি দত্তর ‘রিফিউজি’ দিয়ে বলিউডে অভিষেক হয় কারিনার। বক্স অফিসে ছবি ব্যর্থ হলেও নবাগত হিসেবে তিনি নজর কেড়েছিলেন। ছবির জন্য পান ফিল্মফেয়ার সেরা নবাগত নায়িকার পুরস্কার। পরবর্তীতে ‘কাহো না…পেয়ার হ্যায়’-এর প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন, যা পরবর্তীতে হিট হয়।

২০০১ সালে করণ জোহরের ‘কাভি খুশি কাভি গম’-এ পু চরিত্রে অভিনয় তাঁকে পরিচিতি দেয়। তবে গ্ল্যামারাস নায়িকার খাঁচা ভাঙতে ২০০৪ সালে ‘চামেলি’তে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা অর্জন করেন। ২০০৬ সালে ‘ওমকারা’য় ডলি মিশ্র চরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার পান।

২০০৭ সালে ইমতিয়াজ আলীর ‘জব উই মেট’-এ প্রাণবন্ত চরিত্রে অভিনয় তাঁকে ক্যারিয়ারের বড় মোড় দেয়। ‘ম্যায় আপনি ফেভারিট হুঁ’ সংলাপ আজও জনপ্রিয়। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

তিন দশকেরও বেশি সময় ধরে কারিনা শুধুই নায়িকা নন, হিন্দি সিনেমার আলোচিত চরিত্র। ‘গোলমাল ৩’-এ টমবয়, ‘উড়তা পাঞ্জাব’-এ চিকিৎসক, থ্রিলার ‘জানে জা’-তেও নতুন রূপে হাজির হয়েছেন। ২০০০ সালের পর থেকে ৬০টির বেশি ছবিতে অভিনয় করেছেন।

বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৪৮৫ কোটি রুপি। বাণিজ্যিক সফলতা, প্রিমিয়াম ব্র্যান্ডের বিজ্ঞাপন এবং ধারাবাহিক অভিনয় তাঁকে বলিউডের স্থায়ী প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সামনে তিনি বেশ কয়েকটি নতুন ছবিতে দেখা যাবে।