বাংলা সংগীতের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় শিল্পীর একক গানের আসর ‘শুধু গান গেয়ে পরিচয়’।
অনুষ্ঠানের শুরুতে শিল্পীকে উত্তরীয় পরিয়ে দেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ এবং সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন খুরশীদ আলম, খন্দকার রফিকুল আলম, আবিদা সুলতানা, নকীব খান, আগুন, পার্থ বড়ুয়া প্রমুখ।
বক্তৃতায় পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘বাংলা গান মানেই আবেগ, স্মৃতি আর হৃদয়স্পর্শী সুরের এক অনন্ত ভুবন। সেই ভুবনে যদি কারও কণ্ঠ অনায়াসে শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়, তবে নিঃসন্দেহে তিনি সাবিনা ইয়াসমিন। অর্ধশতকেরও বেশি সময় ধরে সংগীতের আকাশে তাঁর কণ্ঠ ভেসে এসেছে— কখনো চলচ্চিত্রের পর্দা জুড়ে, কখনো বেতার-টেলিভিশনের সুরে, আবার কখনো মানুষের দৈনন্দিন জীবনের মধুর সঙ্গী হয়ে।’
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘যাঁর গান শুনে আমরা সময়ের সঙ্গে আগামীর পথে হেঁটেছি, যার গান প্রাণে শিহরণ এনেছে, আপ্লুত করেছে, অভিভূত করেছে, তিনি বাংলা গানের পাখি সাবিনা ইয়াসমিন। স্বনামখ্যাত এ গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করতে পেরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গর্বিত ও আনন্দিত।’
দীর্ঘ সংগীতজীবনে সাবিনা ইয়াসমিন পাঁচ হাজারের বেশি চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন এবং সব মিলিয়ে তার গানের সংখ্যা ১৪ হাজারেরও বেশি। এ যাত্রায় তিনি কাজ করেছেন সত্য সাহা, আলম খান, সুবল দাস, আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আরডি বর্মণ, হেমন্ত মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ী, আলী হোসেনসহ অসংখ্য কিংবদন্তি সুরকারের সঙ্গে। একই সঙ্গে তাঁর কণ্ঠ মিলেছে মান্না দে, কিশোর কুমার, আশা ভোঁসলে, কুমার শানু, শ্যামল মিত্র প্রমুখ শিল্পীর সঙ্গে।
অনুষ্ঠানের শুরুতে লেখক-রাজনীতিক বদরুদ্দীন উমরের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সাবিনা ইয়াসমিন তাঁর জনপ্রিয় অনেক গান পরিবেশন করেন। শিল্পীর কণ্ঠে গান শুনে শ্রোতারা মুগ্ধ হন।