ক্ষোভ-বিক্ষোভের মুখে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

দফাটিতে আগে ছিল গণঅভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের বিচার, রাষ্ট্রীয় মর্যাদা ও সহায়তা প্রদানের ঘোষণা।

সংশোধিত দফায় ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের বিচার’ যুক্ত করা হয়েছে। এতে শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন এবং আইনগত দায়মুক্তির কথাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ দুপুরে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশোধনের বিষয়টি জানানো হয়।

গতকাল রাতে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ পরিচয় দেওয়া ব্যক্তিরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করেন। আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তাঁদের সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, বীর যোদ্ধাদের দাবি ও রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী দফাটি সংশোধন করা হয়েছে। তিনি বলেন, ‘এর মাধ্যমে জুলাই বীর যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন হয়েছে।’