প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় চার্টার ২০২৫ স্বাক্ষর করার পর ঘোষণা করেন, “আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।”
ড. ইউনুস বলেন, “এই সনদের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি। আল্লাহর সাহায্য কামনা করছি যাতে আমরা সঠিক পথে অটল থাকতে পারি।”
তিনি আশা প্রকাশ করেন, চার্টার দেশের রূপান্তর ঘটাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ওপর নজর কাড়বে।
ড. ইউনুস রাজনৈতিক দলগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামী প্রশাসনের প্রধান দায়িত্ব হবে দেশের পুনর্গঠন।
তরুণ প্রজন্মকে জাতির ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে ড. ইউনুস বলেন, “যারা এই পরিবর্তনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তারাই বাংলাদেশকে পুনর্নির্মাণ করবেন। এই দেশ মূলত তরুণদের।”
দেশের জনসংখ্যাকে জাতীয় সম্পদ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, “প্রায় ১৮ কোটি মানুষের অর্ধেকের বয়স ২৭ বছরের নিচে। এটি আমাদের সবচেয়ে বড় ধন।”
জুলাই জাতীয় চার্টার ২০২৫ চূড়ান্ত হয় আট মাস ধরে চলা সংলাপ ও সমঝোতার পর। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ড. ইউনুস এই সনদে স্বাক্ষর করেন।
পূর্বের পোস্ট :