ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবারের আগুনে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতের কাঁচামাল ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ধ্বংস হওয়া কাঁচামালের মূল্য প্রায় ৪০০০ কোটি টাকা।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বাপি) সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন জানিয়েছেন, সব সদস্য সংস্থার রিপোর্ট পাওয়ার পর ক্ষতির চূড়ান্ত পরিমাণ আরও বেড়ে যেতে পারে। 

তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত কাঁচামাল শেষ পর্যন্ত প্রস্তুত ওষুধের উৎপাদনে প্রভাব ফেলতে পারে। সামগ্রিক ক্ষতির পরিমাণ ৪,০০০ কোটি টাকার কাছাকাছি হতে পারে।”

বাপি নেতারা সতর্ক করেছেন, দ্রুত কাঁচামাল আমদানি ব্যবস্থা পুনরায় চালু না হলে ওষুধের সরবরাহ চেইনে সাময়িক ব্যাঘাত দেখা দিতে পারে। তবে তারা নিশ্চিত করেছেন, এই মুহূর্তে ওষুধের বাজারে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।

বাপি সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কাঁচামাল পুনরায় আমদানি করতে দেরি হলে সাময়িকভাবে উৎপাদন চক্রে প্রভাব পড়তে পারে, যা খাতের অর্থনীতিকেও প্রভাবিত করতে পারে।