কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এখন বিশ্বের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর খবর প্রতিরোধে ২৪ ঘণ্টা সচল একটি নজরদারি ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক সেমিনারে সিইসি বলেন, “এআই-এর অপব্যবহার এখন বিশ্বব্যাপী বড় এক মাথাব্যথার বিষয়। যেকোনো যন্ত্রের মতো এটিও ভালো ও খারাপ উভয়ভাবে ব্যবহার করা যায়—একজন চিকিৎসক এটি ব্যবহার করতে পারেন জীবন বাঁচানোর জন্য, আবার একজন চোরও অপকর্মে এটি ব্যবহার করতে পারেন।”
নাসির উদ্দিন আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং এআই-এর অপব্যবহার রোধে কমিশন এ প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে।
তিনি বলেন, “মিথ্যা তথ্য বা বিভ্রান্তিকর খবর শনাক্ত করার কার্যক্রমটি ২৪ ঘণ্টার হওয়া জরুরি। এজন্য কর্মী নিয়োগ, সমন্বয় ও দূরবর্তী এলাকার সঙ্গে সংযোগের মতো বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রয়োজন।”
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “এআই এখন সারা বিশ্বের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সূক্ষ্ম প্রভাব ফেলছে। মিথ্যা তথ্য ছড়ানো এই প্রযুক্তির মাধ্যমে বৈশ্বিক কার্যক্রমকে ব্যাহত করছে। প্রায় ৯২ শতাংশ নির্বাচনের ফলাফল এখন এআই-এর ক্ষতিকর প্রভাবের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। ন্যায়সঙ্গত ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”
পূর্বের পোস্ট :