শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ডিটেকশন ও প্রটেকশন সিস্টেমসহ কোনো আধুনিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

রোববার বিকেল ৫টায় বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কার্যক্রমের সমাপনী ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তাজুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত কার্গো ভিলেজের কাস্টমস হাউস অংশে হয়েছিল। ভবনটি ছোট ছোট কম্পার্টমেন্টে বিভক্ত এবং ভেতরে প্রচুর দাহ্য ও হ্যাজার্ডাস উপাদান ছিল। ফলে অকুপেন্সি লোড খুব বেশি ছিল এবং নির্বাপণে সময় বেশি লেগেছে।

তিনি বলেন, “ঘটনাস্থলে আগুন শনাক্তকরণ ও প্রটেকশন ব্যবস্থা থাকলে এত বড় দুর্ঘটনা ঘটতো না।”

তাজুল জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৭টি ইউনিট কাজ করেছে। সময়মতো ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে, কোনো বাধা বা বিলম্ব ঘটেনি। শাহজালাল বিমানবন্দরের নিজস্ব ফায়ার টিম ও ফায়ার সার্ভিস পৃথকভাবে দায়িত্ব পালন করেছে, এখানে কোনো নিয়মবিরোধী ঘটনা ঘটেনি।

সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিলেও কার্গো ভিলেজ থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। এ প্রসঙ্গে তাজুল জানান, ভবনটি স্টিল স্ট্রাকচারে নির্মিত হওয়ায় আগুনের তাপ এখনো ধীরে ধীরে বাইরে বের হচ্ছে। বাইরে ধোঁয়া দেখা গেলেও নতুন কোনো আগুনের ঝুঁকি নেই।

তিনি আরও বলেন, পুরোপুরি আগুন নিভলেও যতক্ষণ পর্যন্ত ধোঁয়া দেখা যাচ্ছে, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সতর্ক অবস্থানে থাকবে।