হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজের আগুনে প্রকৃত আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়।
শনিবার রাতে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে আহ্বায়ক করে জরুরি ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়াকে সদস্য সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মু. রইচ উদ্দিন খান ও তারেক হাসান, ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসানকে সদস্য করা হয়েছে।
যদিও কয়দিনের মধ্যে কমিটি সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে দ্রুততম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের নির্দেশ দেয়া হয়েছে কমিটিকে।
শনিবার দুপুর সোয়া দুইটায় লাগা বিমানবন্দর কার্গো ভিলেজের আগুনে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
তবে সাত ঘণ্টার ভয়াবহ এ অগ্নিকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে শঙ্কা করছে ব্যবসায়ী সংগঠনগুলো।
পূর্বের পোস্ট :