জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর ‘ভণ্ডামির’ কারণে দেশ নির্বাচনের দিকে এগোতে পারছে না।

তিনি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতিতে একমত হয়ে নির্বাচনে অংশ নিতে দল দুটিকে আহ্বান জানান।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দলীয় প্রতীকসংক্রান্ত এক আলোচনা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি ও জামায়াতসহ কয়েকটি দল জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে একমত না হওয়ায় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাঁর ভাষায়, ‘অন্য কোনো কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে না, মূলত দুটি দলের কারণেই নির্বাচন বিলম্বিত হচ্ছে। আমরা দুটি দলের নেতা-কর্মীদের অনুরোধ জানাব, জাতির স্বার্থে এসব ভণ্ডামি বাদ দিয়ে দ্রুত নির্বাচনের পথে আসুন।’

দলীয় প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির প্রতীক শাপলা নিয়ে কোনো আপস হবে না। তিনি জানান, ‘শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা—এই তিনটির মধ্যেই প্রতীক থাকতে হবে। এর বাইরে যাওয়া যাবে না।’

আগামী জাতীয় নির্বাচনে এনসিপি অন্তত ১৫০ আসনে জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মাঠপর্যায়ের সমীক্ষায় এমন ইঙ্গিত পাওয়া গেছে বলেও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি আরও বলেন, প্রতিটি জেলার প্রধান সমন্বয়কারীকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এনসিপির প্রার্থী তালিকায় গণ–অভ্যুত্থানের অংশগ্রহণকারী, আলেম সমাজ, আইনজীবী, সাবেক সেনা কর্মকর্তা, নারী, সাংবাদিক, শ্রমিক ও মজুরসহ বিভিন্ন শ্রেণির মানুষ থাকবেন।

এনসিপির নেতৃত্বে একটি বৃহত্তর রাজনৈতিক ব্লক গঠনের কথাও জানান মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, ব্লকের নাম হবে এনসিপি, প্রতীক থাকবে শাপলা। গণ অধিকার পরিষদসহ কয়েকটি দল এতে যুক্ত হবে।

এ ছাড়া বিএনপি ও জামায়াত–সমর্থিত তরুণ এমপি প্রার্থীদের প্রতি এনসিপির নীরব সমর্থন থাকবে বলেও তিনি উল্লেখ করেন।