ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীতা বাছাইয়ের প্রাথমিক পর্যায়ে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হলেও আপিল শুনানিতে শনিবার মনোয়নের বৈধতা ফিরে পেয়েছেন তিনি।

আগারগাঁও নির্বাচন কমিশনে সকাল থেকে শুরু হওয়া প্রার্থীদের মনোনয়ন বৈধতা চেয়ে করা আপিলের শুনানিতে বৈধতা পান তাসনিম জারা। এতে করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে তার সামনে আর কোনো বাধা থাকলো না।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে জারা জানান, কমিশনে করা তার আপিল মঞ্জুর হয়েছে। যারা এ কয়দিন জারাকে দেশ-বিদেশ থেকে সাহস জুগিয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জারা জানান, প্রাথমিকভাবে ফুটবল মার্কায় নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন কমিশনের কাছে। তবে এ ব্যাপারে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।

এর আগে ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে জারার নেয়া ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষরে গড়মিল আছে। ১০ জনের স্বাক্ষর যাচাই-বাছাই শেষে দেখা গেছে দুইজন ঢাকা-৯ আসনের ভোটার না। তাই নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী জারার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

কমিশনের সিদ্ধান্ত প্রসঙ্গে জারা জানান, অনেক ভোটার তাদের ভোটার নাম্বার বা এলাকা জানেন না এবং কমিশন ভোটার নাম্বার জানার যে কয়টি উপায় রেখেছে তা কাজ না করায় এই গড়মিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানান জারা।

অবশেষে আপিল শেষে ঢাকা-৯ এর প্রার্থীতার বৈধতা পেলেন জারা। শুরুতে একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে নির্বাচন করার কথা থাকলেও এনসিপি জামায়াত ও সমমনাদের জোটে যোগ দিলে দল থেকে পদত্যাগ করেন জারা এবং স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দেন।

ঢাকা-৯ আসনে জারার প্রতিক্ষপ বিএনপির হয়ে হাবিবুর রশিদ হাবিব এবং এনসিপির হয়ে জাবেদ রাসিন।