বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়ে গেলেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে।
শনিবার বিকালে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “অন্তর্বর্তী সরকার সংস্কারের যে প্রস্তাব দিয়েছে, তার ৯৫ শতাংশ প্রস্তাবনা বিএনপি দুই ও আড়াই বছর আগে ৩১ দফার মাধ্যমে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। বিএনপি ছাড়াও বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলও মতামত দিয়েছে। কোনো বিষয়ে হয়তো আমাদের মতপার্থক্য আছে, কিন্তু মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “সরকার আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যবস্থা করবে। তাই যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের জনগণ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণকে পাশে রাখতে হবে, এটি নিশ্চিত করতে হবে।”
সম্মেলনের উদ্বোধক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিএনপি উড়ে এসে জুড়ে বসা দল নয়, এটি ফিনিক্স পাখির মতো। বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, মিথ্যা, অপবাদ ও অপপ্রচার চলছে। অতীতে যারা বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে, তাদেরাই পরাজিত হয়েছে।”
নয় বছর পর কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহসাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সন্ধ্যার পর শুরু হবে। এতে দুই হাজার ৯০ জন কাউন্সিলর ভোট দিয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।