বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মোট ২৬ পদের বিপরীতে ৪২৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে ২০টি পদে লড়তে চান ৪৮ জন ছাত্রী।
ছাত্রীদের জন্য সংরক্ষিত দুটি পদে মনোনয়ন জমা দিয়েছেন ২৩ জন। তবে ভিপি পদে কোনো ছাত্রী মনোনয়ন ফরম জমা দেননি। জিএস পদে একজন এবং এজিএস পদে দুইজন ছাত্রী মনোনয়ন দিয়েছেন।
ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১২ জন এবং সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১১ জন মনোনয়ন দিয়েছেন। এছাড়া সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে দুইজন করে এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে তিনজন করে ছাত্রী মনোনয়ন দিয়েছেন।
অন্যান্য পদে সহ-খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে একজন করে মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাহী সদস্য পদের পাঁচটি আসনে ছাত্রীদের ফরম জমা পড়েছে ছয়টি।
চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন, রোববার প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। সোমবার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা নিয়ে আপত্তি গ্রহণের পর ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।
সরকার দলীয় ছাত্র সংগঠন বিহীন এ নির্বাচনে ছাত্রদল এককভাবে এবং ইসলামী ছাত্র শিবির ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে প্যানেল দিয়েছে। এছাড়া ‘দ্রোহ পর্ষদ’ নামে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে ইসলামী ছাত্র আন্দোলনসহ নয়টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।