ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
মনোনয়নের বাতিলের কারণ উল্লেখ করে জারা নিজেই সাংবাদিকদের জানান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংগৃহীত ১ শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল হয়েছে।
“দু’জন সমর্থক জানতেন না তারা ঢাকা-৯ এর ভোটার না। তাদের জানারও কোনো উপায় নির্বাচন কমিশন রাখেনি। এজন্য গড়মিল হয়েছে। আমরা এর বিরুদ্ধে আপিল করবো,” বলেন জারা।
যারা জানান, মনোনয়ন বাতিল হওয়া তার জন্য নির্বাচনী যাত্রায় একটি চ্যালেঞ্জ এবং তিনি এ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত।
পূর্বের পোস্ট :