ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর প্রতিনিধি দল বৃহস্পতিবার বিএনপির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তরিক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে তারা দেশে ছাত্র রাজনীতির ভবিষ্যত এবং জুলাই বিপ্লবের আদর্শ রক্ষা নিয়ে আলোচনা করেছেন।
বৈঠকটি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়, গুলশানে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ করার আগে ডাকসু প্রতিনিধি দল প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোকপত্রে স্বাক্ষর করেন।
বৈঠকের পর ডাকসু-এর সহ-সভাপতি আবু সাদিক কায়েম সাংবাদিকদের বলেন, তারা খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।
সাদিক বলেন, তরিক রহমান ছাত্রদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ ও গণতান্ত্রিক আন্দোলনে দিকনির্দেশনা দিয়েছেন। তিনি ছাত্র ও যুব সমাজকে একতাবদ্ধ হয়ে কাজ করার গুরুত্ব দেখিয়েছেন এবং বলেছেন, সবাইকে মিলিতভাবে দেশকে শক্তিশালী করতে হবে।
তিনি আরও জানান, তরিক রহমান ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এতে বিএনপি, জাতীয় পার্টি, ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য সংগঠন একসঙ্গে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।
বৈঠকে শহীদ শরিফ উসমান হাদির হত্যাকাণ্ড সম্পর্কেও আলোচনা হয়। শাদিক অভিযোগ করেন, হত্যাকাণ্ডে যারা জড়িত তারা এখনও গ্রেফতার হয়নি। কেউ কেউ সরকারের পদে রয়েছেন। তিনি দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ডাকসু প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় দেশের স্বার্থে রাজনীতি ও বিদেশি প্রভাব প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়। সাদিক বলেন, যুব সমাজকে একত্রিত হয়ে গণতন্ত্র পুনঃস্থাপনে এবং দেশের দুর্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, যুবকদের ভোটাধিকার দীর্ঘ ১৬ বছর ধরে বাধাগ্রস্ত হয়েছে। তাই ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে এবং ‘জুলাই চ্যারটার’ বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।
পূর্বের পোস্ট :