ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উৎসাহিত করতে ‘ভোটের গাড়ি’ শীর্ষক প্রচারণা কর্মসূচি শুরু হচ্ছে সোমবার।
তথ্য বিবরণীতে জানানো হয়েছে, সোমবার বিকাল ৪টায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।
এ কর্মসূচির আওতায় ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে ‘ভোটের গাড়ি’ দেশের ৬৪ জেলা ও তিন শতাধিক উপজেলা প্রদক্ষিণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পূর্বের পোস্ট :