বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরিক রহমানকে ঢাকায় পৌঁছানোর সময় এক ঐতিহাসিক অভ্যর্থনা অপেক্ষা করছে। তিনি ঢাকায় পৌঁছাবেন ২৫ ডিসেম্বর সকাল ১১:৫৫ মিনিটে।

সালাহউদ্দিন জানান, তরিক রহমান লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ঢাকায় আগমন করবেন। তিনি বলেন, “দেশের মানুষ তরিক রহমানকে এক নজর দেখার জন্য মুখিয়ে আছে। বিএনপি এই ভিড় যাতে সাধারণ জনজীবনে কোনো অসুবিধা সৃষ্টি না করে তা নিশ্চিত করতে কাজ করছে।”

বিএনপির অভ্যর্থনা কমিটির সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থা পরিদর্শন করার পর সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, তারা বিমানবন্দর ও এভারকেয়ার হাসপাতালের আশেপাশে যথোপযুক্ত স্থানে স্বাগত অনুষ্ঠানের জন্য স্থান নির্বাচন করছেন।

তিনি আরও বলেন, তাদের লক্ষ্য হচ্ছে এমন এক অভ্যর্থনা আয়োজন করা যা গত ৫৫ বছরের সকল সমাবেশকে ছাপিয়ে যাবে এবং আগামী ৫৫ বছর ধরে স্মরণীয় থাকবে।

বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী বলেন, “তরিক রহমানের আগমন ইতিহাস তৈরি করবে। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি যাতে এই সমাবেশকে সত্যিই ঐতিহাসিক ও স্মরণীয় করা যায়।”