বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলামকে ‘চিফ সিকিউরিটি অফিসার’ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিবৃতিতে বলা হয়, শামসুল ইসলাম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা সংক্রান্ত সব বিষয় সমন্বয় করবেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করবেন।

এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে সামনে রেখে একটি সংবর্ধনা কমিটি গঠন করেছে বিএনপি। দলীয় সূত্র জানায়, সোমবার গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন রুহুল কবির রিজভী।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, সংবর্ধনা কমিটিতে দলের ১০টি সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা ছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অন্তর্ভুক্ত রয়েছেন। পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরাও এই কমিটির সদস্য।

দলীয় নেতারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় কার্যক্রম ও জনসম্পৃক্ত কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।