বিএনপি সরকার গঠন করতে পারলে ফ্রিল্যান্সারদের সুবিধার জন্য দেশে পেপাল ব্যাবস্থা চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

“বিএনপি আইসিটি খাতকে এগিয়ে নিতে কাজ করবে। ফ্রিল্যান্সিংয়ে যারা কাজ করে তাদের সহযোগিতা করবে। পেপাল সুবিধা চালু করা হবে। যাতে উদ্যোক্তারা সহজে তাদের লেনদেন করতে পারেন”, শুক্রবার এক অনুষ্ঠানে বলেন তিনি।

খসরু জানান, বাংলাদেশের অর্থনীতির মূল ফোকাস হচ্ছে উৎপাদন খাত। এর বাইরে কৃষিখাতসহ আরও আনুষঙ্গিক কিছু খাত রয়েছে। বিএনপি উৎপাদনমুখী খাতে ফোকাস করতে চায়।

দেশি-বিদেশি বিনিয়োগ আনতে মুক্ত অর্থনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার ওপরে জোর দেন তিনি।

“শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে জিডিপি বাড়ানো সম্ভব না। অন্য খাতেও সমান মনোযোগী হতে হবে। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে ফোকাস করতে হবে,” বলেন খসরু।

সবার অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দেন এ বিএনপি নেতা।