বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, অন্যান্য বৈঠকের মতো স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক হয়েছে। নির্বাচনী কৌশল ও প্রচারণার পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে তারেক রহমানের ফিরে আসা প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘উনি শিগগিরই ফিরে আসবেন ইনশাআল্লাহ।’
খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যাবতীয় তথ্য ডা. এ জেড এম জাহিদ বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে আটটায় শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত ১১টায়।
পূর্বের পোস্ট :