মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হলে ভুক্তভোগী পরিবারগুলোর সহায়তায় শেখ হাসিনা ও তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগীর সম্পদ জব্দের আবেদন করেছে প্রসিকিউশন। 

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম।

তিনি বলেন, ট্রাইব্যুনালের আইনে এই ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। “একটি প্রাণহানি কখনোই পূরণ করা যায় না। তবে আর্থিক ক্ষতিপূরণ ভুক্তভোগী পরিবারগুলোর কিছুটা সহায়তা করতে পারে। আইনে যেহেতু অনুমতি আছে, সেজন্যই আমরা সম্পদ জব্দের আবেদন করেছি। ন্যায়বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল যে নির্দেশ দেবে, প্রসিকিউশন তা গ্রহণ করবে,”  তিনি জানান।

আগামীকাল শেখ হাসিনা এবং তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল। তাঁরা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হয়।

প্রসিকিউটর তামীম জানান, এই মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি — মৃত্যুদণ্ড — প্রার্থনা করা হয়েছে। এ মামলার আরেক অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পরবর্তীতে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন।

প্রসিকিউশন দাবি করেছে, মামলার পাঁচটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে তারা।