প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের বর্তমান সংকটময় অবস্থা থেকে উত্তরণের উপায় নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ওপর।
সোমবার রাজধানীর ভাটারা এলাকায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন শেষে তিনি বলেন, “বাংলাদেশ এখন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পার করছে। আমরা জাতি হিসেবে কোন পথে এগোব, গণতন্ত্রের পথে কীভাবে চলব — এসব কিছুই নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর।”
জাতীয় নির্বাচনের আগে দেশজুড়ে ভোটকেন্দ্র নিরাপত্তা নিয়ে চলমান মহড়ার অংশ হিসেবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে এটি ২০২৫–২৬ মেয়াদের চতুর্থ পর্যায়ের মৌলিক প্রশিক্ষণ কর্মসূচিরও অংশ ছিল।
সিইসি বলেন, তিনি শুধু প্রধান নির্বাচন কমিশনার নন, একজন নাগরিক হিসেবেও বাংলাদেশের প্রতি তাঁর দায়বদ্ধতা রয়েছে। “আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন বাংলাদেশ রেখে যাচ্ছি—এই চিন্তাই আমাকে সবসময় ভাবায়,” তিনি বলেন।
ভোটকেন্দ্র নিরাপত্তা নিয়ে মহড়াকে তিনি ‘স্বস্তিদায়ক’ বলে উল্লেখ করেন এবং আনসার-ভিডিপি সদস্যদের উদ্দেশে বলেন, “ভোটের সময় ভুয়া তথ্য ও বিভ্রান্তি ঠেকাতে আপনাদের গ্রামীণ নেটওয়ার্ককে কাজে লাগাতে হবে।”
তিনি আরও বলেন, “প্রশিক্ষণ এক ধরনের বিনিয়োগ। যত বেশি প্রশিক্ষণ নেওয়া হবে, তত বেশি আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি পাবে। আগামী নির্বাচনে আনসার-ভিডিপি বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের আশঙ্কার কথাও উল্লেখ করেন নাসির উদ্দিন। তিনি বলেন, “যাচাই না করে কোনো কিছু শেয়ার করবেন না। আনসার সদস্যরা এ বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে পারেন।”
ভোটের নতুন সুযোগসুবিধা প্রসঙ্গে সিইসি বলেন, এবার নির্বাচনকাজে নিয়োজিত কর্মকর্তারাও ভোট দিতে পারবেন। “এজন্য নির্বাচন কমিশন ১৬ নভেম্বর ‘পোস্টাল ভোটিং অ্যাপ’ চালু করবে, যার মাধ্যমে দায়িত্বে থাকা কর্মকর্তারা ডাকযোগে ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন,” বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশি ও আইনানুগ হেফাজতে থাকা নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিইসি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্বশীলভাবে কাজ করে দেশের গণতান্ত্রিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মতালেব সাজ্জাদ মাহমুদও বক্তব্য দেন।
পূর্বের পোস্ট :