নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে; সে অনুযায়ী ডিসেম্বর মাসের প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।

শুক্রবার বিকেল পৌনে ৩টায় পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণভোট নির্বাচনের আগে হবে, নাকি পরে হবে এ বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে তা এখনও আমাদের কাছে পৌঁছেনি। সিদ্ধান্ত হলে আপনাদের জানাতে পারব।

পিআর পদ্ধতির প্রসঙ্গে আনোয়ার বলেন, পিআর পদ্ধতিটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে তার অপেক্ষায় আছি।

নির্বাচন কমিশনার জানান, ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সারাদেশে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের সঙ্গে কমিশন মতবিনিময় করেছে।