শেখ হাসিনার বিচার কোনো লোক দেখানো পদ্ধতিতে না, বরং আন্তর্জাতিক মানদণ্ড মেনে যথাযথভাবে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ।
জাপানের টোকিও শহরে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সারজিস বলেন, "খুনি হাসিনার বিচার এমন স্ট্যান্ডার্ডে হবে পৃথিবীর সকল স্ট্যান্ডার্ড সকল আইন বিচার হিসেবে মেনে নিবে। সুতরাং আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করবো না।"
হাসিনা নিজের স্বার্থ চরিতার্থ করতে দেশের আলেম-ওলামা এবং রাজনীতিবিদদের বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে বলে অভিযোগ তোলেন সারজিস। বলেন, নিজেদের ব্যক্তিগত ক্ষোভ কিংবা স্বার্থের জন্য না, হাজার হাজার ছাত্র-জনতার হত্যার নির্দেশদাতা হিসেবেই আইসিটি ট্রাইবুনালে যথাযথ প্রক্রিয়া মেনে হাসিনার বিচার হবে।
বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,'৭২ এর সংবিধানে মুসলমানদের রক্ত বাদ দেয়া হয়েছিল। গত ১৫ বছর কারো মুখে দাঁড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, টাকনুর নিচে কাপড় পড়লে তাকে জঙ্গি বলে রাস্তায় খুন করা বৈধ করেছে আওয়ামী লীগ সরকার।
"আওয়ামী লীগ বাংলাদেশে ভারতের অ্যাজেন্ডা বাস্তবায়ন করেছে। তারা এই দেশে থেকে ভারতের ফোর্স হিসাবে কাজ করেছে।" বলেন নাসির।
অনুষ্ঠানে প্রবাসীরা বাংলাদেশ বিমানের "জাপান টু বাংলাদেশ" সরাসরি বিমান চালু করার এবং আগামী নির্বাচন থেকে প্রবাসীদের ভোটাধিকার দেয়ার জোর দাবি জানান।
এছাড়া জাপানে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ সহজে দেশে নেয়ার ব্যবস্থা করার দাবি জানান তারা।