টানা পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সামান্য বাড়লেও পতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

সারাদিনের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বাড়লেও সুবিধা করতে পারেনি বাকি দুই সূচক।

শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ৫ পয়েন্ট, পরিবর্তন হয়নি ব্লুচিপ সূচক ডিএস৩০ এ।

লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ১৫৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৭৯ কোম্পানির এবং ৬৫ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত।

এ, বি, জেড- তিন ক্যাটাগরিতে সর্বোচ্চ লভ্যাংশ দেয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরিতেই বেশিরভাগ শেয়ারের দাম বাড়লেও কমেছে বি এবং জেড ক্যাটাগরিতে। এ ক্যাটাগরিতে ১০৫ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৯২ এবং অপরিবর্তিত ২৪ কোম্পানির শেয়ারের দাম।

ব্লক মার্কেটে ১৫ কোম্পানির ১১ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ সর্বোচ্চ ৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।

সারাদিনে ৪৪৪ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা এ মাসের একদিনে সর্বনিম্ন লেনদেন। গতদিন ডিএসইতে ৪৮৭ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছিল।

প্রায় ৮ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে পিপলস ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ১০ শতাংশ দাম কমে তলানিতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।

সূচকের পতন হয়েছে সিএসইতে; সার্বিক সূচক কমেছে ৩৬ পয়েন্ট।

সিএসইতে দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। ৫৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১০৬ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২৩ কোম্পানির শেয়ারের দাম।

সারাদিনে ৯ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ১৪ কোটি টাকা।

প্রায় ৯ শতাংশ দাম বেড়ে সিএসইতেও শীর্ষে পিপলস ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ১০ শতাংশ দাম কমে তলানিতে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।