সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রথম ঘণ্টার পর থেকেই পতনের মুখে পড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), যে ধারা বজায় ছিল লেনদেনের শেষ অবধি; সারাদিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৬ পয়েন্ট।

টানা দুই দিনের পতনে ডিএসইএক্স নেমেছে ৫৩৭৭ পয়েন্টে, যা একদিন আগেও ছিল ৫৪২৩ পয়েন্ট।

বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ১০ এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ২৩ পয়েন্ট।

লেনদেন বাড়লেও দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। সারাদিনে ৭৮৭ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৭৩৬ কোটি টাকা।

লেনদেনে অংশ নেয়া ৪০১ কোম্পানির মধ্যে ৮৫ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২৮২ এবং অপরিবর্তিত আছে ৩৪ কোম্পানির শেয়ারের দাম।

এ, বি, জেড- তিন ক্যাটাগরিতেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম নিম্নমুখী। সর্বোচ্চ লভ্যাংশ দেয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরিতে ৬৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৩৮ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৯ কোম্পানির শেয়ারের দাম।

ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির ১৫ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। এনভয় টেক্সটাইলস লিমিটেড সর্বোচ্চ ৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।

১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং ৮ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্সিয়াল কোম্পানি লিমিটেড।

সূচকের পতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই); সার্বিক সূচক কমেছে ১০৭ পয়েন্ট।

লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম নিম্নমুখী; ৬৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৩৬ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৮ কোম্পানির শেয়ারের দাম।

এক দিনের ব্যবধানে লেনদেনও কমেছে সিএসইতে; ১২ কোটি ২০ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ১২ কোটি ৫৪ লাখ টাকা।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে পাওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ৯ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।