চারদিনের ছুটি কাটিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচক বেড়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, বেশিরভাগ কোম্পানির দাম বাড়লেও কমেছে লেনদেন।

সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩১ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ২ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক বেড়েছে ১০ পয়েন্ট।

লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে বেশিরভাগের। ১৮৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৪৭ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৬৫ কোম্পানির শেয়ারের দাম।

এ, বি, জেড- তিন ক্যাটাগরিতে এ এবং জেড ক্যাটাগরির বেশিরভাগ কোম্পানির দাম বাড়লেও কমেছে বি ক্যাটাগরিতে। মধ্যম মানের শেয়ার বি ক্যাটাগরিতে লেনদেনে অংশ নেয়া ৮০ কোম্পানির মধ্যে দর কমেছে ৪১, বেড়েছে ৩১ এবং অপরিবর্তিত আছে ৮ কোম্পানির শেয়ারের দাম।

ব্লক মার্কেটে ২৬ কোম্পানির ১৪ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড সর্বোচ্চ ৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

লেনদেন কমেছে ডিএসইতে; মোট ৬১৯ কোটি টাকার লেনদেন হয়েছে যা গত কার্যদিবসে ছিল ৬৯৬ কোটি টাকা।

১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে এক্সিম ব্যাংক পিএলসি এবং ৬ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বজায় আছে উত্থানের ধারা, সার্বিক সূচক বেড়েছে ৯৯ পয়েন্ট।

লেনদেন হওয়া ১৯৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫, কমেছে ৬৮ এবং অপরিবর্তিত আছে ২১ কোম্পানির শেয়ারের দাম।

ঢাকার মতো লেনদেন কমেছে সিএসইতেও। গত কার্যদিবসের ১৬ কোটি টাকার লেনদেন কমে ১০ কোটিতে নেমেছে।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে আছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ৮ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে মেট্রো স্পিনিং লিমিটেড।