সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৩ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যানুযায়ী, সেপ্টেম্বরের ২১ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ বিলিয়ন ডলার। গত বছর একই সময়ে এ অঙ্ক ছিল ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার।

শুধু ২১ সেপ্টেম্বর এক দিনে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১২৮ মিলিয়ন ডলার। ১৮ থেকে ২০ সেপ্টেম্বর এই তিন দিনে রেমিট্যান্স এসেছে ১৩৩ মিলিয়ন ডলার। ২০ সেপ্টেম্বর পর্যন্ত এ মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা এক দিনের ব্যবধানে ২ বিলিয়ন ছাড়িয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত মোট ৬ দশমিক ৯৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৫ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরের হিসেবে প্রথম তিন মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ শতাংশের বেশি।

গত বছরের তুলনায় শুরু থেকেই ২০২৫ সালে রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী। এ বছরের মার্চে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেকর্ড।