ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বৃহস্পতিবার জানিয়েছেন, বাংলাদেশের পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি ও শৃঙ্খলা আনতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেসব উদ্যোগ নিয়েছেন তা অবিস্মরণীয়।

"বাংলাদেশের অর্থনীতিতে খালেদা জিয়ার অবদান অসামান্য। বাজারভিত্তিক ও বেসরকারি খাতনির্ভর অর্থনৈতিক উন্নয়ন কাঠামোর ভিত্তি তার শাসন আমলেই স্থাপিত হয়েছে,"  খালেদা জিয়ার স্মরণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর উদ্যোগে ডিএসই টাওয়ারে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন মমিনুল।

মমিনুল জানান,  ১৯৯১ সাল থেকে বেসরকারি খাতে যে ব্যাপক সম্প্রসারণের সূচনা হয়, তার সুফল আজ দেশের সাধারণ মানুষ ভোগ করছে। একই সঙ্গে পুঁজিবাজার ও আর্থিক খাতে শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতেও তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন রাষ্ট্রনায়কের প্রকৃত অবদান তাঁর প্রয়াণের পর আরও স্পষ্টভাবে প্রতিফলিত হয়। খালেদা জিয়ার জানাজায় দেশের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাঁর প্রতি জনগণের গভীর শ্রদ্ধা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ।

১৯৯৩ সালে খালেদা জিয়ার সরকারের সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত হয় উল্লেখ করে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, "বিএসইসি গঠনের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়েছে। " ১৯৯৪ সালের ২ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় দশটি কোম্পানিকে জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে খালেদা জিয়ার উপস্থিতি, যা শিল্প ও কর্পোরেট খাতকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।"

ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, খালেদা জিয়া ১৯৯১ সালে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ক্যাপিটাল মার্কেট উন্মুক্ত করার মাধ্যমে এ খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। তাঁর দূরদর্শী সিদ্ধান্তের ফলেই আজকের আধুনিক পুঁজিবাজার গড়ে উঠেছে। "আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি এবং আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি।"

অনুষ্ঠানে উপস্থিত খালেদা জিয়ার ভাতিজা শামস ইস্কান্দার সকলের কাছে তার পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।

সবশেষে, বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তাঁর পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।