ডিসেম্বর থেকে দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
রোববার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল ১০২ টাকা থেকে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে ১২০ টাকা ও কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এ দাম সোমবার অর্থাৎ ডিসেম্বরের ১ তারিখ থেকেই কার্যকর হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী ডিসেম্বরে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার, সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।
পূর্বের পোস্ট :