টানা চারদিন উত্থানের পর সূচকের পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই); কমেছে সবকটি সূচক এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

সারাদিনের লেনদেনে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩২ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস কমেছে ১১ এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ১৫ পয়েন্ট।

লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম কমেছে; ২৩৮ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ১০৪ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২৯ কোম্পানির শেয়ারের দাম।

ব্লক মার্কেটে ১৫ কোম্পানির ১৫ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। খান ব্রাদার্স সর্বোচ্চ ৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।

বেশিরভাগ কোম্পানির দাম এবং সূচক কমলেও বেড়েছে সামগ্রিক লেনদেন; ৪৪৫ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৪২০ কোটি টাকা।

প্রায় ১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে রহিমা ফুড করপোরেশন লিমিটেড এবং প্রায় ১০ শতাংশ দাম কমে তলানিতে সিমটেক্স ইন্ডাসট্রিজ পিএলসি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সারাদিনের লেনদেনে সার্বিক সূচক সিএএসপিআইতে আসেনি তেমন কোনো পরিবর্তন।

দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৮৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৬৫ এবং অপরিবর্তিত আছে ২৫ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে কমেছে লেনদেন; ৭ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৯ কোটি টাকা।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে এসিআই পিএলসি।