সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে তিন দিনেরই উত্থানে দীর্ঘ পতনের ক্ষত কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
সারাদিনের লেনদেনে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭১ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস বেড়েছে ১৭ এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ১৯ পয়েন্ট।
দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ৩২০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩৮ এবং অপরিবর্তিত আছে ১৯ কোম্পানির শেয়ারের দাম।
বেড়েছে সামগ্রিক লেনদেনও; সারাদিনে ৪৭৫ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৩৪৮ কোটি টাকা।
ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির ৩১ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। প্রাইম ব্যাংক সর্বোচ্চ ১৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে এমএল ডাইং লিমিটেড এবং ৬ শতাংশের ওপরে দর হারিয়ে তলানিতে প্রোগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
উত্থানের ধারা বজায় আছে সিএসইতেও; সামগ্রিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৫৭ পয়েন্ট।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ১৪০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৬ এবং অপরিবর্তিত আছে ১৪ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন কিছুটা কমেছে সিএসইতে; ১১ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গত কার্যদিবসে ছিল ১৪ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং প্রায় ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
পূর্বের পোস্ট :