ত্রয়োদশ টেস্ট সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। জাতীয় দলের প্রথম রাউন্ডে সেঞ্চুরি ও ফিফটি করা মাহমুদুল হাসান জয় ফের দলে ফিরেছেন, তবে দুই রাউন্ডে ফিফটি করতে না পারা এনামুল হক বাদ পড়েছেন।

সবশেষ শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসানও। ওই সফরের স্কোয়াড ছিল ১৬ জনের, এবার দেশের মাঠের সিরিজে স্কোয়াড রাখা হয়েছে ১৪ জনের। জয় ছাড়া অন্য কাউকে নতুন করে দলে নেওয়া হয়নি।

জয়ের টেস্ট ক্যারিয়ারের শুরুটা আশা জাগানিয়া হলেও পরবর্তীতে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারেননি। গত ১৭ ইনিংসে তার কোনো ফিফটি নেই। ১৮ টেস্টে শূন্য রানে আউট হয়েছেন ৭ বার, দুঅঙ্ক ছোঁয়ার আগে আউট হয়েছেন আরও ৭ বার। তবুও তিনি দলে ফিরেছেন মূলত অন্যদের ব্যর্থতা ও টপ অর্ডারে পর্যাপ্ত বিকল্পের অভাবে।

সবশেষ শ্রীলঙ্কা সফরে নাঈম হাসান দুই টেস্টে ৯ উইকেট নিলেও বাদ পড়েছেন। দলের মূল দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে একমাত্র নতুন স্পিনার হিসেবে রাখা হয়েছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে। ঘরোয়া ক্রিকেটে বর্তমানে জাতীয় ক্রিকেট লিগ চলায় অতিরিক্ত কোনো স্পিনার রাখা হয়নি।

মাহিদুল ইসলাম অঙ্কন শেষ সিরিজে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন। তিনি সম্প্রতি এসিসি রাইজিং স্টার্সে খেলেছিলেন। এনামুল হক ৮ টেস্টে ১৫ ইনিংসে কোনো ৪০ রানও ছুঁতে পারেননি। ব্যাটিং গড় মাত্র ১০.৮০, এ বছর ৫ ইনিংসে তার মোট রান ৬২।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরু হবে আগামী মঙ্গলবার সিলেটে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে, যা হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট।

বাংলাদেশ টেস্ট দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন চৌধুরি, হাসান মুরাদ।