এনএসসি সিস্টেম জালিয়াতি: অন্যের সঞ্চয়পত্র ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাৎ

এনএসসি সিস্টেম জালিয়াতি: অন্যের সঞ্চয়পত্র ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাৎ

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এনএসসি সিস্টেমে অনুপ্রবেশ করে অন্যের সঞ্চয়পত্র মেয়াদপূর্তির আগেই ভাঙিয়ে অর্থ আত্মসাৎ করেছে একটি চক্র। এভাবে মোট ২৫ লাখ টাকা নিজেদের ব্যাংক হিসাবে স্থানান্তর করেছে তারা। তবে আরও প্রায় ৫০ লাখ টাকা তোলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রেই এই জালিয়াতি ধরা পড়ে। মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করেই অর্থ তোলা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।এ ঘটনায় গতকাল মঙ্গলবার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বাংলাদেশ ব্যাংক। এখন মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী আজ বুধবার সাংবাদিকদের বলেন, যাঁদের হিসাবে টাকা গেছে ও যাঁরা জালিয়াতিতে জড়িত, তাঁদের চিহ্নিত করে মামলা করা হবে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—সঞ্চয়পত্র সিস্টেমের একাধিক কর্মকর্তার পাসওয়ার্ড ব্যবহার করেই এই জালিয়াতি ঘটানো হয়েছে।কীভাবে ঘটেছে জালিয়াতিজাতীয় সঞ্চয় অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো গ্রাহক সঞ্চয়পত্র কেনার সময় যে ব্যাংক হিসাবের তথ্য দেন, সেই হিসাবেই মুনাফা ও আসল অর্থ প্রদান করা হয়। তথ্য পরিবর্তন ...

  • ২৯ অক্টোবর ২০২৫