দেশে ফার্মাসিস্টদের আধুনিক বেতন কাঠামো নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশের গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরে অবস্থিত ওয়াটারফল কনভেনশন হলে র্যালি, আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়েছে।সংগঠনের সভাপতি আজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সেসি অনুষদের ডিন অধ্যাপক ডা. সেলিম রেজা, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক এবং ফার্মাকোভিজিল্যান্স বিভাগের প্রধান ডা. আকতার হোসেন, ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের উপ-পরিচালক আসিফ হাসান প্রমুখ।সংগঠনের সভাপতি আজিবুর রহমান বলেন, দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এবং হাসপাতাল ফার্মাসিস্ট নিয়োগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করতে হবে। পাশাপাশি দেশে পেশাগতভাবে নিয়োজিত সকল ফার্মাসিস্টের বেতন কাঠামো উন্নত করা অত্যাবশ্যক।তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ ফার্মাসিস্ট শিল্পখাতের শিল্প ফার্মাসিস্ট হিসেবে কর্মরত। তাদের বেতন কাঠামোর উন্নতি এবং জীবনমান বৃদ্ধির জন্য প্রাইভেট প্রতিষ্ঠানের মালিকদের আরও যত্নশীল হওয়া ...