ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ভুটানে দুই দিনের সরকারি সফরে এসে দুই দেশের এনার্জি সম্পর্ক আরও গভীর করার ঘোষণা দিয়েছেন। মোদি ৪০ হাজার কোটি রুপি (প্রায় ৪৫৫ মিলিয়ন পাউন্ড) ক্রেডিট লাইন ঘোষণা করেন এবং ১,০২০ মেগাওয়াট ক্ষমতার পুনতসাংছু-২ হাইড্রোইলেকট্রিক প্রকল্প উদ্বোধন করেন।
মোদি বলেন, “ভারত ও ভুটানের মধ্যে আস্থা ও উন্নয়নের অংশীদারিত্ব পুরো অঞ্চলের জন্য একটা মডেল। আমাদের এনার্জি সহযোগিতা দুই দেশের দ্রুত উন্নয়নকে আরও ত্বরান্বিত করছে।”
পুনতসাংছু-২ প্রকল্প ভুটানের হাইড্রোপাওয়ার উৎপাদন ক্ষমতা প্রায় ৪০% বাড়াবে। এটি ভারতের পৃষ্ঠপোষকতায় তৈরি হওয়া পঞ্চম হাইড্রোইলেকট্রিক প্রকল্প। ভুটান মিলিয়ে এই পাঁচটি প্রকল্প থেকে প্রায় ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।
ভারতের ক্রেডিট লাইন মূলত নতুন এনার্জি প্রকল্প ও অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে। ভুটানের প্রাক্তন এনার্জি মন্ত্রী লোক নাথ শর্মা বলেন, “স্থানীয় চাহিদা পূরণের পর বাকি বিদ্যুৎ ভারতে রপ্তানি করা হবে। ভুটানের দৈনিক চাহিদা প্রায় ১,০০০ মেগাওয়াট।”
টাটা পাওয়ার, আদানি গ্রুপ ও রিলায়েন্স পাওয়ারসহ ভারতের বড় কোম্পানিগুলো ইতিমধ্যেই ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশনের সঙ্গে নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেছে।
পূর্বের পোস্ট :