মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ভুলভাবে সম্পাদনার ঘটনায় ক্ষমা চেয়েছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি। তবে এ জন্য ক্ষতিপূরণ দিতে তারা রাজি নয়।

বুধবার হোয়াইট হাউসে পাঠানো এক চিঠিতে বিবিসির চেয়ার সামির শাহ জানান, প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের ভাষণের যেভাবে সম্পাদনা করা হয়েছে, তাতে তিনি এবং তাঁর প্রতিষ্ঠান ‘ক্ষমাপ্রার্থী’। তিনি আরও উল্লেখ করেন, ওই তথ্যচিত্রটি আর কোনো প্ল্যাটফর্মে পুনঃপ্রচার করবে না বিবিসি।

তবে প্রতিষ্ঠানটির দাবি, ‘যেভাবে ভিডিও ক্লিপটি সম্পাদিত হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু ক্ষতিপূরণের দাবির কোনো ভিত্তি দেখি না।’

২০২১ সালে ক্যাপিটল হামলার দিন ট্রাম্পের দেওয়া ভাষণের দুটি অংশ জোড়া দিয়ে তৈরি করা ওই ক্লিপে এমন ধারণা তৈরি হয় যে তিনি সমর্থকদের সহিংসতায় উসকে দিচ্ছেন। অথচ মূল ভাষণে ট্রাম্প সহিংসতার আহ্বান জানাননি।

এই সম্পাদনা-জটিলতায় ইতোমধ্যে বিবিসির দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। ট্রাম্পও ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করার হুমকি দিয়েছেন।

এর আগে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে প্যানোরামা পর্ব প্রত্যাহার, ক্ষমা এবং উপযুক্ত ক্ষতিপূরণের শর্ত দিয়েছিলেন।

সামির শাহর চিঠি নিয়ে হোয়াইট হাউস বা ট্রাম্পের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।