একসময় এই দিনটিকে বলা হতো ‘অ্যান্টি–ভ্যালেন্টাইনস ডে’। অবিবাহিতদের নিজেদের মতো করে আনন্দ উদযাপনের এক অঘোষিত উৎসব ছিল ১১ নভেম্বর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চীনের সেই মজার দিনটি এখন রূপ নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটার উৎসবে—সিঙ্গেলস ডে।

১৯৯০–এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র প্রথম এই দিনটিকে অবিবাহিতদের জন্য বিশেষ করে তোলেন। চারটি ‘১’ (১১.১১) প্রতীকীভাবে একাকীত্বের চিহ্ন হিসেবে ধরা হতো। এরপর ২০০৯ সালে ই–কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ এই দিনটিকে কাজে লাগিয়ে অনলাইন বিক্রি বাড়ানোর উদ্যোগ নেয়। প্রথম বছর মাত্র ১৯টি ব্র্যান্ড নিয়ে শুরু হলেও এখন এটি হয়ে উঠেছে এক বৈশ্বিক অর্থনৈতিক ঘটনা।

এখন এই এক দিনেই আলিবাবার প্ল্যাটফর্মে বিক্রির পরিমাণ ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডের সম্মিলিত বিক্রিকেও ছাড়িয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই বিলিয়ন ডলারের লেনদেন হয়, যা অনলাইন বাজারের গতিপথই বদলে দিয়েছে।

বাংলাদেশেও এর প্রভাব ক্রমেই বাড়ছে। ই–কমার্স প্ল্যাটফর্মগুলো প্রতি বছর এই দিনে বিশাল ছাড়ের আয়োজন করে। স্মার্টফোন, ইলেকট্রনিকস, পোশাক, গৃহস্থালি পণ্য—সব ক্ষেত্রেই থাকে ক্রেতাদের দারুণ সাড়া। তরুণ প্রজন্মের কাছে ১১.১১ এখন এক ধরনের অনলাইন উৎসব, যেখানে কেনাকাটাই আনন্দের নতুন প্রকাশ।

বিশ্লেষকদের মতে, সিঙ্গেলস ডে কেবল একটি কেনাকাটার দিন নয়—এটি ই–কমার্সের শক্তি, ভোক্তা সংস্কৃতি এবং প্রযুক্তিনির্ভর বাজারের বিবর্তনের প্রতীক।

একসময় যে দিনটি ছিল একাকীত্বের প্রতিচ্ছবি, আজ সেটিই বিশ্বজুড়ে লাখো মানুষের উচ্ছ্বাস আর কেনাকাটার মহোৎসবে পরিণত হয়েছে।