হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনের কুরিয়ার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট।

শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো সেকশনের একাংশে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। কালো ধোঁয়ায় পুরো বিমানবন্দর এলাকা ছেয়ে গেছে।

আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আরও ১২ ইউনিট রওনা হয়েছে।

ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী, বিমান বাহিনী এবং সিভিল এভিয়েশন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, আগুনের তীব্রতার কারণে বিমান বন্দরে ফ্লাইট চলাচল বন্ধ আছে।

ঢাকার অবতরণ করার কথা এমন চারটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে অবতরণ করবে।