টানা পাঁচ ঘণ্টা ধরে জ্বলছে চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) লিংক রোডে অবস্থিত অ্যাডামস ক্যাপ এবং জিহং মেডিকেল কোম্পানির গুদামের আগুন; ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ১৯টি ইউনিট আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ২টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য, সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১৯টি ইউনিট। ঘটনাস্থলটি নিকটবর্তী ফায়ার স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া, উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে আনার আগেই তা তীব্র আকার ধারণ করে।

আগুনের তীব্রতায় ভবনটির সপ্তম ও ষষ্ঠ তলার সবকটি দেয়াল ধসে পড়েছে। জানা গেছে, ভবনের পঞ্চম তলায় একটি রাসায়নিক দ্রব্যের দোকান আছে। আগুন সেখানে পৌঁছালে এটি ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা ফায়ার সার্ভিসের।

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) সূত্র জানায়, ভবনটিতে মোট ৭০০ শ্রমিক কাজ করেন। আগুন লাগার পরপরই কারখানার সব শ্রমিক ও কর্মচারীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।