রাজধানীর মিরপুরের রূপনগরে প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস; দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে একে একে যোগ দেয় ১২টি ইউনিট।
পাঁচ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। কেমিক্যাল কারখানায় ১০-১২ ধরণের দাহ্য পদার্থ ছিল- যে কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মৃতের শঙ্কা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এদিকে অগ্নিকাণ্ডে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, “এই দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমরা এই শোকের সময়ে তাদের পরিবারের পাশে আছি।”
প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেন।
পূর্বের পোস্ট :