গাজাগামী নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ থেকে ইসরায়েলের হাতে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দপ্তর জানায়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে আজই বিশেষ বিমানে করে শহিদুল আলমকে আঙ্কারায় নিয়ে আসার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন।

শহিদুল আলমের প্রতিষ্ঠান দৃক জানিয়েছে, ফিলিস্তিনি সময় বুধবার সকাল ৬টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) গাজা থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল (২২০ কিলোমিটার) দূরে ‘ফ্রিডম ফ্লোটিলা’র জাহাজ ‘কনশানস’সহ মোট আটটি জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় ‘সহিংসভাবে দখল’ করে ইসরায়েলি বাহিনী।

প্রধান উপদেষ্টার দপ্তর আরও জানায়, শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে দ্রুত যোগাযোগ করে তার মুক্তির উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দপ্তর জানায়, দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তি বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ৪০টির বেশি ত্রাণবাহী নৌযান ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় ঢোকার চেষ্টা করেছিল। ইসরায়েলি সেনারা সেগুলো দখল করে নেয় এবং জাহাজগুলোতে থাকা চার শতাধিক অধিকারকর্মীকে আটক করে নিয়ে যায়।