জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন করে আরও একটি বড় ধরনের রদবদল করেছে সরকার। অতিরিক্ত সচিব (এপিডি) আরফানুল হককে বদলি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।

বৃহস্পতিবার পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বিষয়ে নির্দেশনা জারি করেছে সরকার।

এর আগে গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন সচিবের বদলির পর ২০ দিন পার হলেও এখন পর্যন্ত তার স্থলে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে প্রশাসনের ভেতরে-বাইরে সমালোচনার সৃষ্টি হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানকে জনপ্রশাসন সচিব পদে নিয়োগ দিয়েছিল। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হলেও গত ২১ সেপ্টেম্বর তাকে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হিসেবে নিয়োগ করা হয়।