এক বছর পর আবারও চট্টগ্রাম-দুবাই রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাই দুবাই। আগামী ২৬ অক্টোবর থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
ফ্লাই দুবাই জানায়, নতুন সময়সূচি অনুযায়ী সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করা হবে। এতে বন্দরনগরীর এই বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা আরও বাড়ছে।
২০১১ সালে চট্টগ্রাম-দুবাই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর মাধ্যমে যাত্রা শুরু করেছিল ফ্লাই দুবাই। ২০১৮ সালে কার্যক্রম বন্ধের পর এক বছর বিরতি শেষে ২০১৯ সালে ফের ফ্লাইট চালু করে তারা। তবে যাত্রী সংকটের কারণে গত বছরের ১ সেপ্টেম্বর থেকে পুনরায় ফ্লাইট বন্ধ করে দেয় এ সংস্থা।
এরপর আবারও নতুন করে ফ্লাইট চালুর ঘোষণা এল। এতদিন চট্টগ্রাম রুটে বন্ধ থাকলেও ঢাকা থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করেছে ফ্লাই দুবাই।
এদিকে ওমানভিত্তিক এয়ারলাইন সালাম এয়ারও সম্প্রতি শাহ আমানতে তাদের ফ্লাইট সংখ্যা দ্বিগুণ করেছে। ১৮ সেপ্টেম্বর থেকে সপ্তাহে সাতটির পরিবর্তে এখন তারা ১৪টি ফ্লাইট পরিচালনা করছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, ‘সালাম এয়ার প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে। আর ফ্লাই দুবাই ২৬ অক্টোবর থেকে প্রতিদিন একটি করে ফ্লাইট চালু করবে। এতে যাত্রী পরিবহন বাড়বে।’
তিনি আরও জানান, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সও চট্টগ্রাম রুটে আগ্রহ দেখিয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।
এর আগে চট্টগ্রাম বিমানবন্দর থেকে কার্যক্রম গুটিয়ে নেয় ইতিহাদ এয়ারওয়েজ, থাই এয়ার, থাই স্মাইল এয়ার, ওমান এয়ার, স্পাইস জেট, জাজিরা এয়ারওয়েজ, মালিন্দো এয়ার, রোটানা এয়ার, হিমালয়ান এয়ার, রাস আল কাইমা এয়ার এবং টাইগার এয়ারওয়েজ।
ফ্লাই দুবাই ও সালাম এয়ারের নতুন ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বাড়ার পাশাপাশি যাত্রী পরিবহনে নতুন গতি ও প্রাণচাঞ্চল্য ফিরে আসছে।
পূর্বের পোস্ট :