মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মুহাম্মদ আজাদ খান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাউশির মহাপরিচালক পদে নতুন প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করার পরদিনই (মঙ্গলবার) তিনি সচিবের দপ্তরে অব্যাহতির আবেদনপত্র জমা দেন।
বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অধ্যাপক আজাদ খানের আবেদনটি সচিবের দপ্তরে নথিভুক্ত করা হয়েছে।
আবেদনে তিনি লিখেছেন, ‘স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালন করা আমার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই আমি মহাপরিচালক পদের দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করছি।’
এ বিষয়ে মন্তব্য জানতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং অধ্যাপক মুহাম্মদ আজাদ খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও সাড়া পাওয়া যায়নি।
এর আগে সোমবার (৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে মাউশির মহাপরিচালকের পদে আগ্রহী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ষেড়শ ও তদূর্ধ্ব ব্যাচের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের আবেদন চাওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের ‘সৎ, দায়িত্বপরায়ণ ও প্রশাসনিক কাজে দক্ষ’ হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের ক্ষেত্রে ‘কৃতিত্বের স্বাক্ষর’ থাকা আবশ্যক।
দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে মাউশি। সারা দেশে এই দপ্তরের নয়টি আঞ্চলিক কার্যালয় ও জেলা শিক্ষা অফিস রয়েছে।
অধ্যাপক মুহাম্মদ আজাদ খান গত ২০ ফেব্রুয়ারি মাউশির মহাপরিচালক হিসেবে যোগ দেন।
পূর্বের পোস্ট :